Friday, September 13, 2019

১ জানুয়ারি থেকে নুতুন পে কমিশন, ঘোষণা মুখ্যমন্ত্রীর


কলকাতা: দীর্ঘ প্রতীক্ষার পর নেতাজি ইনডোর স্টেডিয়ামে আজ তৃণমূল প্রভাবিত রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের  সভা তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান যে তিনি রাজ্য সরকারি কর্মচারী দের জন্য গঠিত ষষ্ঠ বেতন কমিশনের প্রথম রিপোর্ট হাতে পেয়েছেন ।

মুখ্যমন্ত্রী জানান যে আগামী ১ জানুয়ারি ২০২০ থেকে পে কমিশনের সুপারিশ তিনি লাগু করার চেষ্টা করবেন । আগামী ২৩ সেপ্টেম্বর কেবিনেটের বৈঠকে পে কমিশন নিয়ে আলোচনা হবে এবং তা পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তবে মুখ্যমন্ত্রী আস্বস্ত করেন যে কমিটির সব সুপারিশ রাজ্য গ্রহণ করবে।

মুখ্যমন্ত্রী আরো জানান যে গ্রাটুইটির সর্বাধিক সীমা ৬ লাখ থেকে বেড়ে ১০ লাখ করা হবে ।


এই জোড়া আনন্দের খবরের মাঝেও কিছু প্রশ্নের উত্তর পাওয়া গেলো না-

১. কর্মচারীরা কোন মাস থেকে নুতুন বেতন পেতে আরম্ভ করবেন ??

২. দীর্ঘ ৪৮ মাসের বকেয়া টা কিভাদে মেটানো হবে ??


৩. বর্তমানে বকেয়া DA কবে দেওয়া হবে ??


এখন সবাই এই প্রশ্ন গুলোর উত্তর খুঁজতে ব্যস্ত থাকবেন ।

No comments:

Post a Comment

Honouring the Legacy of Ratan Tata on His Birth Anniversary

  Remembering a Visionary Leader On 28th December , we commemorate the birth anniversary of Ratan Naval Tata , one of India’s most respecte...