Tuesday, September 24, 2019

NRC - নিয়ে কিছু তথ্য


আসলে দেখছি NRC নিয়ে মানুষের মনে কিছু বিভ্রান্তি, ভয়, জিজ্ঞাসা তৈরি হয়েছে ।

তাই খুব সহজ ভাষায় কিছু উত্তর দেওয়ার চেষ্টা করলাম ।

1) NRC কি ?
Ans. খুব সহজে বলতে গেলে 1971 সালের পরে পরে যারা অবৈধ ভাবে ইন্ডিয়ায় এসেছে ,তাদের সনাক্তকরণ ।

2) NRC কি সারা ভারতের জন্য?
Ans. না শুধু মাত্র আসাম রাজ্যের জন্য ।

3 ) NRC করা হয়েছে কি মুসলমান দের তাড়ানোর জন্য?
Ans. একদম না, NRC এর সঙ্গে হিন্দু মুসলমানের কোনো সম্পর্ক নেই ।

4 ) তাহলে BJP যে বলে বেড়াচ্ছে মুসলমান দের তাড়ানো হবে ।
Ans ওদের কথায় বিশেষ গুরুত্ব দিয়ার প্রয়োজন নেই । আসাম 19 লক্ষ মানুষের মধ্যে 60% হিন্দু ।

5) NRC কি BJP করছে?
Ans না, কংগ্রেসের তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর 1985 সালের আসাম চুক্তি অনুযায়ী, সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে NRC হচ্ছে, শুরু থেকে শেষ পর্যন্ত BJP এর কোনো ভূমিকা নেই ।

6) তাহলে ওরা NRC NRC করে সারা দিন লাফাচ্ছে কেন?
Ans ধর্মীয় মেরুকরন,ধর্মীয় আবেগ করে রাজনীতি ।

7) ভবিষ্যতে কি সারা ভারতে চালু হতে পরে?
Ans. হাঁ পারে, তবে শুধুমাত্র আসাম এ NRC করতে খরচ হয়েছে 1220 কোটি টাকা । সারা দেশে করতে গেলে,সরকার এর খরচ হবে প্রায় 48800 কোটি টাকা, দেশের যা অর্থিক অবস্থা তাতে এই মুহুর্তে ওতো টাকা খরচ করা সম্ভব হবে না । আর সারা দেশে মোতায়েন করার মত সেন্ট্রাল বাহিনীও নেই ।

8) তাহলে কি শুধুমাত্র পশ্চিমবঙ্গে আর পরে হতে পারে কি?
Ans, হতেই পারে। কিন্তু আসামে যা ধাক্কা খেয়েছে তাতে সরকার এক্ষুনি কিছু করবে না ।

9) তাহলে শুনছি নাকি 2020 সালের এপ্রিল মাস থেকে NRC চালু হবে?
Ans. একদম না, এই রকম কিছুই নেই, যেটা হবে সেটা হল NPR , মানে জনগণনা যেটা প্রত্যেক 10 বছর অন্তর জনগণনা হয় । একজন লোক আপনার বাড়ি আসবে তাঁকে নিজের নাম, পরিবারের সদস্যদের নাম ইত্যাদি বলতে হবে l

10) শুনছি নাকি নাকি CAB করে পশ্চিমবঙ্গে NRC চালু করা হবে? CAB কি?
Ans CAB হল, Citizenship Ammendment Bill , যাতে বলা হয়েছে মুসলমান বাদ দিয়ে অন্য যে কোন ধর্মের মানুষ যারা 2014 সালের 31 শে ডিসেম্বরের অন্য দেশ( বাংলাদেশ,পাকিস্তান, আফগানিস্তান,নেপাল,ভূটান প্রভূতি দেশ) থেকে যারা আগে এসেছে ভারতে শুধুমাত্র ধর্মীয় কারনে বিতাড়িত তাদের নাগরিকত্ব দেওয়া হবে ।

11) তাহলে কি CAB করে NRC করলে হিন্দু দের কিছুই করতে হবে না?
Ans অবশ্যই করতে হবে, তারা যে ধর্মীয় কারনে অন্য দেশ ছেড়ে পালিয়ে এসেছে এবং 2014 সালের আগেই এসেছে সেটা প্রমান করতে হবে। তার ঐ দেশের প্রমানপত্র দিতে হবে যে শুধুমাত্র ধর্মীয় কারনে অত্যাচারিত হয়ে বিতাড়িত

12) CAB বিল পাস হলেই কি অন্য দেশ থেকে আসা হিন্দুরা নাগরিক হয়ে যাবে?
Ans না, তাদের 6 বছর ইন্ডিয়ায় থাকার অনুমতি দেয়া হবে, 6 বছর পর তারা নাগরিকেত্বর জন্য আবেদন করতে পারবেন । মানে এই রকম হতে পারে সে ছিল নাগরিক, কিন্তু তাঁকে 6 বছরের জন্য সব অধিকার কেড়ে নিয়ে, অনেকটা অন্য দেশে ঘুরতে যাওয়া মানুষের মত করে দিল, তারা না ভোট দিতে পরবে না সরকারি কিছু সুবিধা পাবেন ।

13) এখন ভোটার কার্ড নিয়ে কি সব করতে বলছে, না করলে কি, দেশ থেকে তাড়িয়ে দেবে ??
Ans. একদম না, আপনার যদি ভোটার কার্ডে নাম,ঠিকানা সব টিক থাকে আপনাকে কিছুই করতে হবে না, ভূল থাকলে টিক করে নেবেন ।

14) যদি ভবিষ্যতে NRC চালু হয় তাহলে কি কি DOCUMENTS লাগবে?
Ans অনেক কিছুর কথাই বলা আছে, কিন্তু যে গুলো দিয়ে সহজে প্রমাণ করা যাবে 1971 সালের আগের ভোটার লিস্ট, জমির রেকর্ড, আর কিছু হিন্দু বন্ধু দের জন্য1971 সালের আগে শরনার্থী কার্ড । যে কোন একটি হলেই চলবে ।

15) উপরে বলা Documents গুলো তো আমার কাছে নেই, তাহলে কি হবে?
Ans আতঙ্কিত হওয়ার কিছু নেই, আপনার কাছে না থাকলেও সরকারের কাছে সব রেকর্ড আছে । নির্দিষ্ট সময়ে চাইলেই পাবেন ।

16) NRC নিয়ে কোন কোন রাজনীতিক দলের কি অবস্থান?
Ans BJP সরাসরি NRC আর পক্ষে, TMC,CPIM,Congress সরাসরি বিপক্ষে ।অন্যদের অবস্থান নিরপক্ষে ।

17) এখন কি করণীয়?
Ans কিছুই করণীয় নেই, গুজবে কান দেবেন না, গুজব চড়াবেন না, নিজের কাজ করুন, অানন্দে থাকুন আগে যেমন ছিলেন । ঘাবড়ে যাওয়ার মত কিছুই হয় নি ।

Monday, September 23, 2019

এরিয়ার ছাড়াই পে কমিশন লাগু হচ্ছে ১ জানুয়ারি থেকে


রাজ্য সরকারের কর্মীদের বেতনক্রম পর্যালোচনার জন্য ষষ্ঠ পে কমিশন গঠিত হয়েছিল ২৭ নভেম্বর, ২০১৫-এ, ২০১৬ বিধানসভা নির্বাচনের ঠিক আগে। অধ্যাপক অভীরূপ সরকার ওই কমিশনের নেতৃত্বে ছিলেন। ছ'মাসের মধ্যে কমিশনকে রিপোর্ট জমা দিতে বলা হলেও পরে তা বার বার বাড়তে থাকে। গত ১৩ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী বলেন, তাঁর সরকার রিপোর্ট পেয়েছে এবং ২০২০ সালের ১ জানুয়ারি থেকে তা কার্যকর করা হবে।

ষষ্ঠ পে কমিশনের  সুপারিশ মেনে নিল রাজ্য সরকার। সোমবার ওই সুপারিশে সিলমোহর মেরে রাজ্য সরকার জানিয়ে দিল আগামী বছরের ১ জানুয়ারি থেকে চালু হবে নয়া বেতনক্রম। সংবাদমাধ্যমকে তিনি জানান, ‘‘মন্ত্রিসভা আজ পে কমিশনের সুপারিশ মেনে নিয়েছে। এবং এটি কার্যকরী হবে ১ জানুয়ারি, ২০২০ থেকে। রাজ্য সরকার তার কর্মীদের ২০১৬ সাল থেকে ধারণাগত প্রভাব হিসেব করে বেতন বাড়িয়ে দিচ্ছে।''

ডিএ-র সঙ্গে বেসিক পে ও গ্রেড পে যুক্ত করা হল। অর্থমন্ত্রী বলেন, এর ফলে যাঁর বেসিক পে ছিল ১০০ টাকা, তা বেড়ে হল ২৮০.৯০ টাকা। তবে এক প্রশ্নের উত্তরে অমিত মিত্র জানিয়ে দেন, রাজ্য সরকার কোনও এরিয়ার দেবে না এর ফলে ৪৮ মাসের এরিয়ার থেকে বঞ্চিত হবেন সরকারি কর্মচারীরা ।

নুতুন পে কমিশনের উল্লেখযোগ্য বিন্দু গুলি হলো:

- পে কমিশন লাগু হচ্ছে ১ জানুয়ারি ২০২০ থেকে

- কোনও এরিয়ার দেওয়া হবে না।
- বাড়িভাড়ার ভাতা ৬,০০০ টাকা থেকে বাড়িয়ে ১২,০০০ টাকা করা হল মুখ্যমন্ত্রীর নির্দেশে। কমিশন সুপারিশ করেছিল অঙ্কটা হোক ১০,৫০০ টাকা।
- গ্র্যাচুইটি ৬ লক্ষ থেকে টাকা থেকে বাড়িয়ে ১২ লক্ষ টাকা 
- বাড়ি ভাড়া ভাতা হচ্ছে ১২%
- বেতন বাড়ছে ১৪.২২%
- বর্ধিত ডিএ নিয়ে কোনো কথা বলা হয়নি


এই পে প্যানেলের সুপারিশ মেনে নেওয়ার ফলে তা বাবদ বার্ষিক ১০,০০০ কোটি টাকা খরচ হবে রাজ্য সরকারের, জানিয়েছে রাজ্যের অর্থ দফতরের এক সূত্র।

এরিয়ার না পাওয়ায় ও ডিএ নিয়ে কোনো ষ্পষ্টতা না থাকায় এই পে কমিশন সরকারি কর্মচারী দের কতটুকু খুশী করতে পারবে তা এখন দেখার বিষয়। 

Friday, September 20, 2019

Corporate Tax rates for domestic companies and new domestic manufacturing companies slashed


Panjim (Goa): Finance Minister Nirmala Sitharman on Friday slashed corporate tax rates for domestic companies and new domestic manufacturing companies. The announcement comes ahead of the crucial GST meet in a bid to boost the capital markets.

The government has cut the effective corporate tax to 25.17 per cent inclusive of all cess and surcharges for domestic companies.

This, she said is being done to promote investment and growth.

In effect, the corporate tax rate will be 22 per cent for domestic companies, if they do not avail any incentive or concession.
Making the announcement, Finance Minister Nirmala Sitharaman said: "In order to promote growth and investment, a new provision has been inserted in the Income Tax Act, with effect from financial year 2020. It will allow any domestic company an option to pay income tax at 22 per cent subject to the condition that they will not avail any exemption or incentives".
The changes in the Income Tax Act and Finance Act will be made effective through an ordinance.

The minister also said companies opting for 22 per cent income tax slab would not have to pay minimum alternative tax (MAT). Sitharaman further said, new domestic manufacturing companies incorporated after October 1, can pay income tax at a rate of 15 per cent without any incentives.

Meaning, effective tax rate for new manufacturing companies will be 17.01 per cent inclusive of all surcharge and cess.

Sitharaman further said companies can opt for lower tax rate after expiry of tax holidays and concessions that they are availing now.

The finance minister also announced that there will be no enhanced surcharge on capital gain where Securities Transaction Tax (STT) has already been paid.


The Bombay Stock Exchange (BSE) surged over 2,100 points post government's corporate tax relief decision. The Nifty 50 on the National Stock Exchange also was over the 11,000 mark.


-Credit : ABP News
(With additional information from PTI)

Friday, September 13, 2019

১ জানুয়ারি থেকে নুতুন পে কমিশন, ঘোষণা মুখ্যমন্ত্রীর


কলকাতা: দীর্ঘ প্রতীক্ষার পর নেতাজি ইনডোর স্টেডিয়ামে আজ তৃণমূল প্রভাবিত রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের  সভা তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান যে তিনি রাজ্য সরকারি কর্মচারী দের জন্য গঠিত ষষ্ঠ বেতন কমিশনের প্রথম রিপোর্ট হাতে পেয়েছেন ।

মুখ্যমন্ত্রী জানান যে আগামী ১ জানুয়ারি ২০২০ থেকে পে কমিশনের সুপারিশ তিনি লাগু করার চেষ্টা করবেন । আগামী ২৩ সেপ্টেম্বর কেবিনেটের বৈঠকে পে কমিশন নিয়ে আলোচনা হবে এবং তা পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তবে মুখ্যমন্ত্রী আস্বস্ত করেন যে কমিটির সব সুপারিশ রাজ্য গ্রহণ করবে।

মুখ্যমন্ত্রী আরো জানান যে গ্রাটুইটির সর্বাধিক সীমা ৬ লাখ থেকে বেড়ে ১০ লাখ করা হবে ।


এই জোড়া আনন্দের খবরের মাঝেও কিছু প্রশ্নের উত্তর পাওয়া গেলো না-

১. কর্মচারীরা কোন মাস থেকে নুতুন বেতন পেতে আরম্ভ করবেন ??

২. দীর্ঘ ৪৮ মাসের বকেয়া টা কিভাদে মেটানো হবে ??


৩. বর্তমানে বকেয়া DA কবে দেওয়া হবে ??


এখন সবাই এই প্রশ্ন গুলোর উত্তর খুঁজতে ব্যস্ত থাকবেন ।

कोरोनावायरस के खिलाफ अपने प्रतिरक्षा प्रणाली को बढ़ावा देना: संक्रमण के जोखिम को कम कैसे करें?

विश्व स्वास्थ्य संगठन द्वारा कोविद - 19 या कोरोनवायरस को वैश्विक महामारी घोषित किया गया था।  और जब देश आसन्न खतरों से जूझ रहे है...